শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন মেধাবী ফাহিম

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন মেধাবী ফাহিম
ডাক্তার দম্পতি শামসুল ইসলাম খান ও তাসলিমা বেগমের সঙ্গে ছেলে ফাহিম

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ডাক্তার দম্পতি মুহাম্মদ শামসুল ইসলাম খান ও তাসলিমা বেগম রিংকুর প্রথম সন্তান ফাহিম শামস্‌ খান (শ্রেষ্ঠ) ঢাকার শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি ঢাকার নটরডেম কলেজ (ইংরেজী ভার্সন) থেকে ২০২৪ সালে বৃত্তিসহ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে।

ফাহিম শামস্‌ ২০২২ সালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্কলারর্স স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তিসহ ভালো স্কোর নিয়ে এসএসসি, ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় বৃত্তিসহ ইংলিশ ভার্সনে ধানমন্ডি থানায় প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ২০১৬ সালে একই স্কুল থেকে ইংলিশ ভার্সনে পিএসসিতে মেধা বৃত্তি অর্জন করে।

1

তার বাবা ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খান মহেশখালীর প্রথম ও প্রখ্যাত নিউরোসার্জন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারী বিভাগের সহযোগী ও ইউনিট প্রধান হিসেব কর্মরত। ফাহিম মা দেশের বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তাসলিমা বেগম রিংকু। তিনি ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটালের ক্লিনিক্যাল এন্ড রেডিয়েশন অনকোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে