সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এসকোয়্যার পার্টনার্স মিট ২০২৫

  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
এসকোয়্যার পার্টনার্স মিট ২০২৫
এসকোয়্যার পার্টনার্স মিট ২০২৫

গত ২৬ ফেব্রম্নয়ারী, এসকোয়্যার পস্নাস্টিকস লিমিটেড, এসকোয়্যার ডোর, এবং এসকোয়্যার পাইপ ্‌ ফিটিংস সফলভাবে এসকোয়্যার পার্টনার্স মিট ২০২৫ আয়োজন করে গুলশান ক্লাবে। ঞড়মবঃযবৎ ঞড়ধিৎফং ঊীপবষষবহপব। স্স্নোগানের অধীনে অনুষ্ঠিত এই ইভেন্টে ৩৫০-এর বেশি এবং ২০০ অতিথি অংশগ্রহণ করেন, যা পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করে ও ব্যবসায়িক সফলতার দিকনির্দেশনা দেয়। অনুষ্ঠানে এসকায়ার গ্রম্নপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন মোঃ এহসানুল হাবিব, ম্যানেজিং ডিরেক্টর, এসকোয়্যার গ্রম্নপ, আরিফুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, এসকোয়্যার ইলেকট্রনিক্স, মোঃ মুদ্দাছের হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, এসকোয়্যার পস্নাস্টিক লিমিটেড, শরিফুর পারভেজ ভূঞা, চিফ এক্সিকিউটিভ অফিসার, এসকোয়্যার গ্রম্নপ, মোঃ আশফাক হাবিব খান, চিফ এক্সিকিউটিভ অফিসার, এসকোয়্যার পেইন্টস লিমিটেড। বিশেষ বক্তব্য প্রদান করেন টিম লিডার, যারা ব্যবসায়িক সম্পর্ক, পণ্য উৎকর্ষতা এবং গ্রাহকসেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ স্বীকৃতি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অসাধারণ সাফল্য ডিলারদের সম্মাননা জানানো হয় এবং বিক্রয় দলের সদস্যদেরও অসাধারণ সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। এটি অংশীদারদের আরও অনুপ্রাণিত করে ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে