সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নে সবুজ অর্থায়নের ভূমিকা

  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নে সবুজ অর্থায়নের ভূমিকা
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নে সবুজ অর্থায়নের ভূমিকা

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড যৌথভাবে "বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নে এৎববহ ঋরহধহপরহম এর ভূমিকা" শীর্ষক একটি প্যানেল আলোচনা আয়োজন করে। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তারা এৎববহ ঋরহধহপরহম-এর মাধ্যমে দেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় ওউঈঙখ-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার নাজমুল হক, নির্বাহী পরিচালক ও ঈঊঙ আলমগীর মোর্শেদ, এবং ঘঝট-এর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রব খান-সহ আরও কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ বক্তব্য দেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরিয়ার ইকবাল রাজ, সহকারী অধ্যাপক ও স্থাপত্য বিভাগের চেয়ারম্যান, এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক স্থপতি সুজাউল ইসলাম, যেখানে অ্যাসোসিয়েট অধ্যাপক স্থপতি মুজতবা আহসান ছিলেন প্রতিবেদক। প্যানেল আলোচনায় জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঝুঁকি এবং এৎববহ ঋরহধহপরহম-এর সম্ভাব্য সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষজ্ঞরা তুলে ধরেন, ২০৫০ সালের মধ্যে দেশের ১৭% ভূমি পানির নিচে চলে যেতে পারে এবং ২০% মানুষ বাস্তুচু্যত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদু্যৎ, বৈদু্যতিক যানবাহন ও শক্তি-সাশ্রয়ী প্রযুক্তির প্রসার অপরিহার্য বলে মত প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে