সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৬৪ জেলা ভ্রমন শেষে ঘরে ফিরলেন কাপ্তাইয়ের বীর কুমার তঞ্চঙ্গ্যা

রাজস্থলী/কাপ্তাই প্রতিনিধি
  ১৯ জুলাই ২০২৩, ১২:৪৫

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বীর কুমার তঞ্চঙ্গ্যা ৬৪জেলা সাইকেল ভ্রমণ শেষে নিজ ঘরে ফিড়ল। মঙ্গলবার (১৮জুলাই২৩) বিকালে ৬৪জেলা ভ্রমণ সমাপ্ত করে নিজ ঘরে ফিরেছে।বীর কুমার তঞ্চঙ্গ্যা রাঙ্গামটি কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ৪নং ওয়ার্ড কুকিয়াছড়ি বসবাসকারি সুশীল তঞ্চ্যার ছেলে। বীর তঞ্চঙ্গ্যা জানান ৮জুন২৩ইং বাইসাইকেল যোগে ৬৪জেলা ভ্রমণে বাহির হয় ঘর হতে।প্রথম তিনি ফেনী জেলায় অতিক্রম করে পরে অন্যান্য জেলা ভ্রমণ শুরু করে । তার ছোট বেলায় স্বপ্ন ছিলো সাইকেল যোগে বাংলাদেশের ৬৪জেলা ভ্রমণ করবে। এবং তিনি সত্যিকারে ভ্রমণ করে তা বাস্তবায়ন করায় খুশি।

ভ্রমণে ৩টি প্রতিপাদ্য নিয়ে ৬৪ জেলা ভ্রমনের পাশাপাশি প্রচারনা চালিয়েছেন বলে জানান। সেগুলো হলো গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং সর্বশেষ রক্ত দান করুন মানুষের জীবন বাঁচান। ভ্রমণ করার সময় বিভিন্ন দর্শনীয় জায়গা ও ৬৪ জেলার বিভিন্ন সাইকেলিং গ্রুপের সাথে দেখা করেছেন বলে জানান। তার ইচ্ছে আগামিতে সাইকেলযোগে ভারতের ২৮রাজ্য ভ্রমণ করার। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে এ প্রথম সাইকেল ভ্রমণ করে ৬৪ জেলা ভ্রমণ করল।বিষয়টি সুধীমহলের মধ্যে বেশ আলোড়ন প্রশংসিত হয়েছে। বুধবার (১৯জুলাই২৩) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে বীর কুমার তঞ্চঙ্গ্যা দেখা করবে বেলে জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে