জামালপুরের বকশীগঞ্জে ভেজাল ওষুধ বিক্রির সময় এক ভণ্ড কবিরাজকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৪৭ পিস ভেজাল ওষুধ ধ্বংস করা হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালতে ইসরাফিল হক (২৭) নামে ওই কবিরাজকে দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর আমখাওয়া গ্রামের দীন ইসলামের ছেলে কারী ইসরাফিল হক পৌর শহরের মধ্যবাজারে রাস্তার পাশে ভেজাল ওষুধ বিক্রির উদ্দেশ্যে অস্থায়ী দোকান বসালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসরাফিল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একই সঙ্গে ১৪৭ পিস ভেজাল ওষুধ ধ্বংস করা হয়। এ সময় বকশীগঞ্জ থানার এএসআই জুবায়েল হক উপস্থিত ছিলেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd