গাজীপুরের শ্রীপুরে সাখাওয়াত হোসেন খান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
গ্রেপ্তারকৃত এ. কে. এম সাখাওয়াত হোসেন খান পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খানের ছেলে। তিনি বৈরাগীচালা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তিনি। সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তার সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে ২০২০ সালের এন আই এক্ট (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন) এর মামলা নং-৩৭৩/২০ এ ঢাকার আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল। ওই গ্রেপ্তারি পরোয়ানায় গত রাত সাড়ে বারোটার দিকে বৈরাগীচালার নিজ বাড়ি সংলগ্ন এলাকায় হতে তাকে গ্রেপ্তার করা হয়।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd