গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা অজ্ঞাত (২৯) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পূবাইলের কড়মতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গাজীপুর মহানগরের পূবাইল থানার ওসি মোঃ নাজমুল হক ভুঁইয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে পূবাইকড়মতলা এলাকায় ক্রিসেন্ট কেমিক্যাল কারখানা সংলগ্ন সড়কের পাশে মাটির নীচে চাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির হাত দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
‘নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। লাল রংয়ের প্যান্ট এবং কালো ও বেগুনি রংয়ের গেঞ্জি পরিহিত রয়েছে। তার মুখে দাঁড়ি রয়েছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশটি মাটির নীচে চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd