রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​শেরপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

শেরপুর প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭
​শেরপুরে ট্রাকচাপায় পথচারী নিহত
​শেরপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

শেরপুরে ট্রাক উল্টে আমেনা পারভিন (৪০) নামে এক নারী নিহত হয়েছে। ২৬ ফেব্রেুয়ারী সকালে শেরপুর শহরের সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাসস্ট্যান্ড এলাকার নূর আলম সিদ্দিক এর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শেরপুর শহরের বাগরাকসা সুতানালী দিঘীর পাড় এলাকার নূর আলম সিদ্দিক এর স্ত্রী ডায়াবেটিস নিয়ন্ত্রনে প্রতিদিন সকালে নিয়মিত ওই সড়কে হাটেন। হাটাহাটি শেষে বাড়ী ফেরার পথে চাপাতলী এলাকার সার্কিট হাউজের সামনে এলে থেকে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন ওই নারীকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই আমেনা পারভিনের মৃত্যু হয়। পুলিশ গাড়ীটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

মরদেহটি ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে