বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ফুলবাড়ীতে ডিজিটাল আইনে যুবক কারাগারে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২১, ১৪:৪৭
ফুলবাড়ীতে ডিজিটাল আইনে যুবক কারাগারে
ফুলবাড়ীতে ডিজিটাল আইনে যুবক কারাগারে

দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কালি দত্ত (৩০) নামে এক স্বর্ণকার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামে ধৃত কালি দত্তর নিজ বাড়ী থেকে আটক করা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে আটক যুবক কালি দত্ত, পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের সুবল দত্তর ছেলে ও পেশায় একজন স্বর্ণকার। ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে অশ্লিল মন্তব্য করার অভিযোগে, চলতি সনের গত ২১ ফেব্রুয়ারি উত্তর সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল বাশার মো. মশিউজ্জামান রেজা ও একই গ্রামের আজিজ মন্ডলের ছেলে কাজিম উদ্দিন বাদি হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৯, ও ৩১ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেন, যার মামলা নং ১৭/৪৩ ও ১৮/৪৪। এই মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে