রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২১, ২০:০০
পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি
পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি

পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সময় সূচির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

১০ ইউনিয়নের নির্বাচনী দায়িত্বে ৪ জন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১১ এপ্রিল একযোগে ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ মার্চ থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।

লতা, হরিঢালী ও গদাইপুর ইউনিয়নের প্রার্থীরা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের কার্যালয় থেকে, চাঁদখালী, রাড়–লী ও কপিলমুনি ইউনিয়ন প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদের কার্যালয় থেকে, গড়ইখালী ও লস্কর ইউনিয়নের প্রার্থীরা উপজেলা সমবায় অফিসার বেনজির আহম্মেদের কার্যালয় থেকে এবং সোলাদানা ও দেলুটি ইউনিয়নের প্রার্থীরা উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসানের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ, যাচাই-বাছাই ১৯ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে