রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

​মান্দায় ঈদ উপহার পেল সাড়ে ১৭ হাজার পরিবার

মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০৪ মে ২০২১, ২১:১২
​মান্দায় ঈদ উপহার পেল সাড়ে ১৭ হাজার পরিবার
​মান্দায় ঈদ উপহার পেল সাড়ে ১৭ হাজার পরিবার

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়েছে ১৭ হাজার ৬২০ পরিবার। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা দীঘিরপাড় উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, ইউপি সদস্য শাহিনুর রহমান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১৪ ইউনিয়নে ১৭ হাজার ৬২০ পরিবারের মাঝে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে