রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

​হেফাজতের কেন্দ্রীয় সহকারি প্রচার সম্পাদক গাজী ইয়াকুব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৬ মে ২০২১, ২০:৫৯
​হেফাজতের কেন্দ্রীয় সহকারি প্রচার সম্পাদক গাজী ইয়াকুব গ্রেপ্তার
​হেফাজতের কেন্দ্রীয় সহকারি প্রচার সম্পাদক গাজী ইয়াকুব গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি তান্ডবের ঘটনায় অভিযুক্ত হেফাজত নেতাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পালিয়ে থাকা হেফাজত ইসলামের নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী-(৪৪) কে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াকুব উসমানী হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারি প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন ওই হেফাজত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও সরাইলে তান্ডব চালায় হেফাজত ইসলাম। এ ঘটনায় মোট ৫৬ টি মামলা হলে বৃহস্পতিবার বিকেল নাগাদ পুলিশ ৪৩৫ জনকে গ্রেপ্তার করে। সাম্প্রতিক সময়ে হেফাজত নেতারা গ্রেপ্তার হওয়ায় দলটিতে আতঙ্ক বিরাজ করছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে