রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

চুনারুঘাটে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৫ জুন ২০২১, ১৭:৫১
চুনারুঘাটে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা
চুনারুঘাটে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে গৃহবধু (৩০) ধর্ষণের অভিযোগে বাচ্চু মিয়া (৩৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাচ্চু উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের আলী হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুন) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ওই মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয়ার জন্য চুনারুঘাট থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

মামলা বিবরণে জানা যায়, গৃহবধূ গত শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় তার বাবার বাড়ি একই ইউনিয়নের গেড়ারুক গ্রাম থেকে স্বামীর বাড়ি কালামন্ডল গ্রামে আসছিলেন। পথিমধ্যে সফিক মিয়ার বাড়ির কাছে আসামাত্র আসামি বাচ্চু মিয়া সহ আরও দুজন থাকে জোরপূর্বক সিএনজিতে তুলে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণে বাধা দেওয়ায় মারধর করে। পরে তার স্বামীকে ফোন দিলে তিনি লোকজন নিয়ে থাকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে চিকিৎসা করান। এ ঘটনায় এলাকায় তোলাপাড় চলছে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে