রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ফেনীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে গরিব মেহনতি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২১, ১৮:০৫
ফেনীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে  গরিব মেহনতি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ফেনীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে গরিব মেহনতি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফেনীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ৫০ জন গরিব নিরীহ, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে জেলা প্রতিনিধি আজাদ মালদারের বাড়ির দরজায় মালদার ফাউন্ডেশনের আয়োজনে করোনাকালিন সংকটময় মুহূর্তে স্বাস্থ্য বিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আজাদ মালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী খায়েজ আহমেদ, বন্ধুর বন্ধনের সভাপতি মোঃ আলমগীর, ব্যাংকারও সমাজ সেবক মিজানুর রহমান হিরো, বিশিস্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামি লীগের সদস্য মনসুর আহমেদ, রিপোটার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হাসেন মালদার। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে রয়েছে চাল,ডাল,আলু পেঁয়াজ, লবন,মাক্স,ও হ্যান্ড্যানিটাইজার। প্রধান অতিথি বলেন,জাতির দূর্যোগ মুহূর্তে স্বাস্থ্য বিধি মেনে গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যায়যায়দিন পত্রিকা ও জেলা প্রতিনিধি আজাদ মালদার দৃষ্টিান্ত স্হাপন করেছে, এজন্য উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে