বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ ) প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২১, ১৫:২০
পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রসাশনের আয়োজনে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ আগষ্ট) দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এ কে এম লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-আহ্বয়ক রফিকুল ইসলাম রেনু।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হমিদ টিটু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মোঃ আবুল কাশেম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচি নেয়ার সিদ্ধান্ত হয়।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে