রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

রূপগঞ্জে মামলা তুলে না নিলে জবাই করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার হুমকি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২১, ১৯:২৯
রূপগঞ্জে মামলা তুলে না নিলে জবাই করে  শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার হুমকি
রূপগঞ্জে মামলা তুলে না নিলে জবাই করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার হুমকি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার শাহাজদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুনের দায়েরকৃত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে তার প্রতিপক্ষরা। মামলা তুলে না নিলে তাকেসহ তার পরিবারের সদস্যদের জবাই করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল রোববার সকালে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মো. হাসিবুর রহমান, মো. লুৎফর রহমান, মো. জহিরুল ইসলাম মো. ফজুল হককে আসামি করে সাধারণ ডায়েরি করেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ অক্টোবর জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মো. হাসিবুর রহমান, মো. লুৎফর রহমান, মো. জহিরুল ইসলাম মো. ফজুল হককে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে দেওয়ানি মোকদ্দমা নং-৪৮৭/২০২১ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে