দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের জন্য লটারিতে কৃষক নির্বাচন করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন প্রমুখ। এ সময় সরকারী কর্মকর্তা কর্মচারী, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও আমন চাষী সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলার ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৬৩৬ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। প্রত্যেক কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১মেঃটন করে ধান ক্রয় করবে সরকার।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd