বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে তিনটিতে আওয়ামী লীগ, দুইটিতে বিএিনপি ও দুইটিতে সতন্ত্র প্রার্থীর বিজয়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ১৬:৩০

দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামীলীগ, দুইটিতে বিএনপি ও দুইটিতে সতন্ত্র প্রার্থীর বিঝয় হয়েছে।

রির্টানিং অফিসারের কার্য্যলয় সুত্রে জানাগেছে, এক নং এলুয়াড়ী ইউনিয়নে আনারস প্রতিকে পাঁচ হাজার ৭৮৩ ভোট পেয়ে আবারো বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ্য নবীউল ইসলাম। তার নিকটতম প্রতিদন্দি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুস সালাম প্রামানিক নৌকা প্রতিকে পেয়েছেন চার হাজার ৯৬০ ভোট। অপর প্রতিদন্দি মমতাজুল ইসলাম পেয়েছেন মটর সাইকেল প্রতিকে পেয়েছেন চার হাজার ৮৩৮ ভোট।

দুই নং আলাদিপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী নাসমুশ সাখির বাবলু চশমা প্রতিকে পাঁচ হাজার ৩৩১ ভোট পেয়ে বেরসকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সুকান্ত সরকার নৌকা প্রতিকে পেয়েছেন তিন হাজার ৩৮৫ ভোট। অপর প্রতিদন্দি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সরকার আনারস প্রতিকে পেয়েছেন দুই হাজার ৩৮১ ভোট ও জামায়াত নেতা হাবিবুর রহমান মটর সাইকেল প্রতিকে পেয়েছেন এক হাজার ৭৩৩ ভোট।

তিন নং কাজিহাল ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মানিক রতন নৌকা প্রতিকে ছয় হাজার ১৫৫ ভোট পেয়ে আবারো বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি উপজেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম মটর সাইকেল প্রতিকে পেয়েছেন পাঁচ হাজার ৫৮৩ ভোট। অপর প্রতিদন্দি মিজানুর রহমান (১) আনারস প্রতিকে পেয়েছেন এক হাজার ৫০৯ ভোট ও মিজানুর রহমান (২) ঘোড়া প্রতিকে পেয়েছেন মাত্র ২২ ভোট।

চার নং বেতদিঘী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস নৌকা প্রতিকে ছয় হাজার ৫৪৩ ভোট পেয়ে আবরো বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি উপজেলা বিএনপি নেতা মেজবাহুল ইসলাম ঘোড়া প্রতিকে পেয়েছেন চার হাজার ৭৩২ ভোট। অপর প্রতিদন্দি সেচ্ছাসেবক লীগ নেতা আখেরুজ্জামান আনারস প্রতিকে পেয়েছেন তিন হাজার ৬১৫ ভোট।

পাঁচ নং খয়েরবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এনামুল হক নৌকা প্রতিকে দুই হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি উপজেলা বিএনপি নেতা মঞ্জুরুল হক আনারস প্রতিকে পেয়েছেন দুই হাজার ২৩৯ ভোট। অপর প্রতিদন্দি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতিকে পেয়েছেন এক হাজার ৩১২ ভোট সাবেক চেয়ারম্যান বিএনপি মোজাফ্ফর হোসেন চৌধুরী মটর সাইকেল প্রতিকে পেয়েছেন এক হাজার ২৯৫ ভোট ও সতন্ত্র এনুমুল হক (২) চশমা প্রতিকে পেয়েছেন মাত্র ৪৬ ভোট।

ছয় নং দৌলতপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ঘোড়া প্রতিকে পাঁচ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল পেয়েছেন চার হাজার ১৬৭ ভোট। অপর প্রতিদন্দি আসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম পাখা মার্কায় পেয়েছেন মাত্র ১৩১ ভোট।

সাত নং শিবনগর ইউনিয়নে বিএনপি নেতা ছামেদুল ইসলাম মটর সাইকেল প্রতিকে পাঁচ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি সতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মন্টু আনারস প্রতিকে পেয়েছেন পাঁচ হাজার ২৮২ ভোট। অপর প্রতিদন্দি সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ ঘোড়া প্রতিকে পেয়েছেন চার হাজার ৪৪৯ ভোট ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকে চার হাজার ১৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন, সাধারন সদস্য পদে ২১৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬জনসহ মোট ৩২৫জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদন্দিতা করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে