রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

পুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়তে চান এহসানুল হক শাহীন

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২১, ১৯:২২
পুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান  পদে লড়তে চান এহসানুল হক শাহীন
পুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়তে চান এহসানুল হক শাহীন

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক এহসানুল হক শাহীন।

তিনি বুধবার (১ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এহসানুল হক শাহীন নরসিংদী জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি একজন তরুণ উদ্যোক্তা। ছাত্রজীবন থেকেই সামাজিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। এলাকার অসহায় গরীব দু:খী মানুষের সেবা করে যাচ্ছেন।

বিশেষ করে ভূমিহীন কর্মহীন মানুষের কর্মসংস্থানের জন্য কাউকে রিকশা, কাউকে সেলাই মেশিন, কাউকে চাকুরী দিয়ে সাধ্যমত সহযোগিতা করছেন। তিনি ইউনিয়নে সেবার পরিধি বৃদ্ধি করার লক্ষে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চান। তিনি আশাবাদী দল যদি তাকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন দেয় তাহলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হতে পারবেন বলে যায়যায়দিনকে জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে