শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৪০

চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাগিচাহাট সংলগ্ন ভান্ডারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দূর্ঘটনাকবলিত বাসের যাত্রী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৯৬) এর চালকের সাথে তার ছোট্ট সন্তান ছিলো। ছেলের সাথে দুষ্টুমি করার এক পর্যায়ে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট ভান্ডারী পাড়া এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- গাজিপুর জেলার কালিয়াকৈর থানার মাজুনি এলাকার ইউছুফ আলীর ছেলে নেওয়াজ উদ্দীন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার ছেলে মো. রিপন (৪১), কুমিল্লা লাকসামের মো. শাহজাহানের ছেলে মো. ফয়সাল (৩০), ঢাকার মো. রিয়াদ হোসেন (২৩), কুমিল্লার মো. ইমন খান (১৮), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৫০), চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক উদ্দীন (৪৫)। আহতদের মধ্যে মোঃ রিয়াদ হোসেন ও মোঃ ইমন খান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে, দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে