খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১১৬ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কম্বল বিতরণ করেন, আ'লীগ নেতা মোঃ রেজাউল করিম গোলদার, আঃ সাত্তার সরদার, এইচএম উবাইদুল্লাহ, নুরোল ইসলাম শেখ, মুজিবুর রহমান, রফিক শেখ, গিয়াস মোড়ল, গৌরংগ দাশ, সাত্তার শেখ, যুবলীগ নেতা কারিমমুল বিশ্বাস, শেখ দেলোয়ার হোসেন, তৈয়েবুর রহমান, ইসমাইল হোসেন, কারিমুল খান, ছাত্রলীগ নেতা মামুন সরদার, আকাশ কুন্ডু, আবু মুসা, সাব্বির হোসেন, মফিজুর রহমান, দীপ্ত কুন্ডু প্রমুখ।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd