রাউজান সদর ইউনিয়নের দলিলাবাদ গ্রামের সৈয়দুল আনোয়ারের ছেলে সিএনজি চালক (কলেজে অধ্যায়নরত) মোহাম্মদ সায়মন ইসলাম এর সাথে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল পার্শ্ববর্তী কদলপুর গ্রামের এক প্রবাসীর নবম শ্রেণিতে পড়–য়া কন্যার সাথে। এই সম্পর্কের জের ধরে গত ১ ডিসেম্বর পরস্পরের ঐক্যমতে বাড়ি থেকে পালিয়ে যায় তারা অজ্ঞাতস্থানে।
এই ঘটনায় ওই দিনই প্রবাসীর স্ত্রী (প্রেমিকার মা) সাইমনের বিরুদ্ধে তার পড়–য়া মেয়েকে অপহরণ করার অভিযোগ এনে থানায় মামলা করেন। এই মামলায় আসামী করা হয়েছিল সাইমনের মা,বাবা ও এক ভাইকেও। পুলিশ মামলার তদন্তে নেমে প্রধান আসামীকে না পেয়ে একে একে গ্রেফতার করেছিলেন অপর তিন আসামীকে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে প্রেমিক যুগলকে আটক করে জয়পুর জেলার আক্কেলপুর রেলষ্টেশনের পাশের জনৈক রফিকুল মাস্টারের বাড়ি থেকে।
এই ঘটনার স্বীকার করে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন অপহরণ মামলার প্রধান আসামী সাইমনকে গ্রেফতার করা হয়েছে। একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমকে। গতকাল ২০ জানুয়ারি আসামী সাইমুন ও ভিকটিমকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের পরীক্ষার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করা হয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd