হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভ‚ঞাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হালুয়াঘাট হিন্দু কল্যাণ ঐক্য পরিষদ এর নবগঠিত কমিটির সদস্যরা। হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধায় পৌরশহরের ভ‚ইয়া টাওয়ারের নিজ কার্যালয়ে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় মেয়র খায়রুল আলম ভ‚ঞা হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের সদস্যদের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির সফলতা কামনা করে উক্ত সংগঠনের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট হিন্দু কল্যাণ ঐক্য পরিষদ এর সভাপতি শুভাশীষ সরকার শুভ, সহ-সভাপতি দেবাশীষ দত্ত, বিনয় রঞ্জন দাস, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক, প্লাবন ঘোষ জনি, সাংগঠনিক সম্পাদক সুমন চৌহান, সজীব সাহা, কোষাধক্ষ্য নিরঞ্জন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক শুভংকর ভর্ট্রাচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক লক্ষণ চৌহান, দপ্তর সম্পাদক টিটু কুমার ধাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন সরকার, গণ সংযোগ সম্পাদক সৌমিক সাহা, পূজা বিষয়ক সম্পাদক অর্জুন পাল, সন্মানিত সদস্য, দুলাল রায়, প্রভাকর সরকার প্রমূখ। এ ছাড়াও সাংবাদিক দেওয়ান নাঈম,এম.এ মালেকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস