শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পদ বাণিজ্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২২, ২০:১১

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ নিয়ে কেউ পদ বাণিজ্য করার দুঃসাহস দেখালে কাউকেই ছাড় দেওয়া হবে না পদ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের দলে ঢোকালে এসব ব্যক্তি দলের মধ্যে উইপোকার মতো কাজ করে, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দলকে দুর্বল করে দিয়ে দলের সাংগঠনিক ভিত ধ্বংস করে দেয় তাই এসব পদ বাণিজ্যকারী এবং সুযোগ সন্ধানীর ব্যাপারে সতর্ক থাকতে হবে বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন

মির্জা আজম আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি কাউকেই আইএসআইএর কর্মকর্তা বানানো হয়নি, কিন্তু জিয়াউর রহমানকে ঠিকই আইসএসআইএর কর্মকর্তা বানানো হয়েছে কারণ জিয়াউর রহমানের বাবা পাকিস্তানি৭১- মুক্তিযুদ্ধ সংঘটিত হবে সেটা পাকিস্তান সেনাবাহিনী আগে থেকেই জানত, তাই যুদ্ধের আগেই জিয়াউর রহমানকে গুপ্তচর হিসেবে এদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার লেবাস ধারণ করে বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মাধ্যমে বহু মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করে এবং বহু দলীয় রাজনীতির নামে স্বাধীনাতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত করে

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেশ, কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন প্রমুখ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে