রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইউপি নির্বাচনে আনোয়ারায় স্বতন্ত্র প্রার্থী সুজনের মনোনয়নপত্র জমা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৬ মে ২০২২, ১৮:২৪
ইউপি নির্বাচনে আনোয়ারায় স্বতন্ত্র প্রার্থী সুজনের মনোনয়নপত্র জমা
ইউপি নির্বাচনে আনোয়ারায় স্বতন্ত্র প্রার্থী সুজনের মনোনয়নপত্র জমা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার দুপুরে সমর্থকদের নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন

পরে নাজিম উদ্দিন সুজন সাংবাদিকদের বলেন, গত নির্বাচনেও আমি প্রার্থী হয়ে ছিলাম পরৈকোড়া ইউনিয়নের জনগণ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু নির্বাচনে নানা অনিয়মের কারণে ভোটের দিন বেলা ১১টায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই এরপরেও আমি দ্বিতীয় স্থানে ছিলাম এবার সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হব ইনশাল্লাহ

উপজেলা ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, পর্যন্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে গত ২৫ এপ্রিল ঘোষিত নতুন তফসিলে ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৯ মে যাচাই-বাছাই, ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জুন ইউনিয়নে ইভিএম- উপনির্বাচন অনুষ্ঠিত হবে

উল্লেখ্য, গত জানুয়ারির ৫ম ধাপের ইউপি নির্বাচনে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ জয়ী হওয়ার পর মার্চ তিনি ইন্তেকাল করলে নির্বাচন কমিশন পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে