হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও হাজীগঞ্জ পৌরসভার দুই দুই বারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলায় শোক নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন। অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়ে শোক বার্তা দিয়েছেন তিনি।
ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন তার শোকবার্তায় লিখেছেন, আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক সাথী হাজীগঞ্জ (চাঁদপুর) পৌরসভার দুই দুই বারের মেয়র, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, হাজীগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ভাই আজ আমাদের ছেড়ে চলে গেলেন । আমরা এক বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিকে হারালাম।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd