শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটোয়ারী উপজেলা প্রশাসনকর্তৃক ১০ একর খাস জমি উদ্ধার

আটোয়ারী প্রতিনিধি
  ১৯ মে ২০২২, ১৬:২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক প্রায় ১০ একর খাস জমি উদ্ধার পূর্বক দখলে নেয়া হয়েছেবর্তমানে উদ্ধারকৃত জমির বাজার মুল্য প্রায় কোটি টাকার অধিকউপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে ভুমিহীন গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মানের কাজ করতে গিয়ে খাস জমির প্রয়োজন হয় অতপর পঞ্চগড় জেলা প্রশাসনের নির্দেশক্রমে সমগ্র উপজেলায় চিরুনী অভিযান চালিয়ে জমি উদ্ধারের বিষয়টি উঠে আসে

উদ্ধারকৃত জমিতেইতোমধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের নির্মাণ কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরের কাজ করতে গিয়ে খাস জমির প্রয়োজন হলে জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের নির্দেশক্রমে আটোয়ারীর সহকারী কমিশনার (ভুমি) শায়লা সাইদ তন্বীএবং সার্ভেয়ার, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ইউপি সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এই জমিগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি

উদ্ধারকৃত জমিগুলো মাফযোগ করে সীমানা নির্ধারণ করার পরে লাল পতাকা দিয়ে দখলের কাজ সম্পুর্ন করেছি যেই যেই এলাকায় জমি উদ্ধার হয়েছে সেই এলাকার আবেদন করা ব্যাক্তিদের যাচাই বাছাই করে ঘর পাওয়ার যোগ্য লোকদের জমি সহ ঘর হস্তান্তরের কার্যক্রম অব্যাহত আছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে