নীলফামারী ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ্যাসিল্যন্ড ইবনুল আবেদিন রংপুর বিভাগের নীলফামারী জেলার কর্মক্ষেত্রের কার্যকাল এর ভিত্তিতে জেলার সেরা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে ২০২১ ইং সালের ৩১শে আগষ্ট যোগদান করেন। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী যত দ্রুত সম্ভব বিভাগীয় পর্য়ায়ে মুল্যায়িত হওয়ার জন্য নীতিমালা ও সিষ্টেম নির্দেশনা অনুযায়ী স্কোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানাগেছে। নীলফামারী জেলার সেরা অফিসার নির্বাচিত হওয়ায় ডিমলা প্রেসক্লাবের পক্ষ হতে তাকে অভিনন্দন জানানো হয়।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd