শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​পাইকগাছায় ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ শুরু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ১৯ মে ২০২২, ২১:১৫

খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস সহ ৬টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে অনলাইনে ভূমি সেবা প্রদান করা হচ্ছে আগামী ২৩ মে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে কোন মানুষ সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিতে পারবে সেবা সপ্তাহের প্রথম দিনেই অনেককেই দেখা যায় সেবা নিতে পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের রহমত আলী গাজীর ছেলে বজলুর রহমান গাজী জানান, আমি সেবা সপ্তাহের স্টলে এসে সম্পূর্ণ বিনামূল্যে হিসাব নিবন্ধন করেছি নিবন্ধন কর্মী রফিকুল ইসলাম জানান, প্রথম দিন উপস্থিতি একটু কম থাকলেও পরের দিনগুলোতে সেবা গৃহীতাদের উপস্থিতি বাড়বে বলে আশা করছি

এদিকে বৃহস্পতিবার সকালে সেবা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রনজু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান সহকারী আব্দুল বারী, কার্তিক চন্দ্র হালদার, এসএম শারাফাত হোসেন জিহাদ উল্লাহ সেবা সপ্তাহ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, ভূমি উন্নয়ন কর নামজারী ফি প্রদান সহ অনলাইনে এখন ভূমি সেবা সমূহ পাওয়া যায় এতে সরকার নির্ধারিত ফি অতিরিক্ত কোন অর্থ লাগে না দালালদের স্মরণাপন্ন লাগে না হয়রানী হওয়ার সুযোগ নাই, দ্রুত সেবা পাওয়া যায় এবং স্মার্ট ফোন অথবা যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে সেবা নেওয়া যায়

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে