মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​​​​​​​নোয়াখালীতে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৩ মে ২০২২, ১৮:৪৫

নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালিত হয়েছে উপলক্ষে সোমবার দুপুরে হোপ ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ্যালি আলোচনা সভার আয়োজন করা হয়

হোপ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানাজার মো. রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. হেমা সানজিদ, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনী) ডা. কামরুন নাহার, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. শিরিন সুলতানা, ইউএনএফপিএ এর নোয়াখালীর ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি, জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসআরএইচ অফিসার ডা. তামান্না মোস্তফা তারিন বক্তব্য রাখেন

বক্তারা বলেন, প্রসবজনিত কারণে মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব পায়খানা বের হওয়াকে আমরা ফিস্টুলা বলে থাকি ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত হোপ ফাউন্ডেশন ৭০৪ জন প্রসবজনিত ফিস্টুলা রোগীর অপারেশন করেছে এই রোগে আক্রান্তদের বিনার্মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি

বক্তারা আরও বলেন, বাংলাদেশে প্রকৃত পরিমাণ ফিস্টুলা রোগীর সংখ্যা জানা নেই, তবে ২০১৬ সালের এক সমীক্ষায় অনুমান করা হয় যে, দেশে প্রায় ১৯০০০ ফিস্টুলা আক্রান্ত মহিলা আছেন এবং প্রতি বছর প্রায় ১০০০ মহিলা নতুনভাবে গর্ভজনিত ফিস্টুলা আক্রান্ত হন এই ধরনের ফিস্টুলা আক্রান্ত মহিলাদের অনেকেই কয়েক দশকধরে এই সমস্যায় ভুগছেন বিশ্বব্যাপি প্রায় ২০ লক্ষ মহিলা প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত

সভায় জানানো হয়, ২০৩০ সালের মধ্যে নারীদের প্রসবজনিত ফিস্টুলা বা ভগন্দর রোগের হার শূন্যের কোটায় নিয়ে আসতে চায় সরকার

এসময় নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডের সকল চিকিৎসক, কর্মকর্তা, ইন্টার্ন চিকিৎসক সিনিয়র স্টাফ নার্সবৃন্দ উপস্থিত ছিলেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে