রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে আনন্দ কনসার্ট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৪ জুন ২০২২, ১১:১২
পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে আনন্দ কনসার্ট
পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে আনন্দ কনসার্ট

জননেত্রী শেখ হাসিনার সততা, আত্মবিশ্বাসী সাহসীকতার অনন্য বিজয়গাঁথা পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ কনসার্টের আয়োজন করেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ

আগামীকাল শনিবার (২৫ জুন) সকাল দশটা থেকে কেরানীগঞ্জ উপজেলা মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে কনসার্টে অংশগ্রহণ করবে জনপ্রিয় সংগীত শিল্পী নোবেল, ঝিলিক, ইসরাত জাহান জুঁই, প্রতীক হাসান, নোলক বাবু, সন্ধ্যা, চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী অতনু, পায়েল, নদী স্থানীয় শিল্পীরা এছাড়া সকাল সাড়ে দশটার থেকে একই জায়গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে বর্ণিল আতশবাজি ডিসপ্লে করা হবে

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, পদ্মাসেতু আমাদের জাতীয় জীবনের অর্থনীতির চাকা পরিবর্তনের একটি স্বপ্ন এই স্বপ্ন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয় আর সাহসি পদক্ষেপে সেতু নির্মাণ সম্ভব হয়েছে তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে এই এগিয়ে যাওয়ার পথে স্বপ্নের পদ্মাসেতু এক বিশাল মাইলফলক বাংলাদেশ যে প্রধানমন্ত্রী অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পথে নিয়ে যাচ্ছে তার জলন্ত প্রমান পদ্মাসেতু, স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, পারমানিক বিদ্যুৎ পাওয়ার প্লান্ট উপজেলা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কে আর পিছিয়ে ফেলার আর কোনো শক্তি নেই ২৫ জুন, পদ্মা সেতু উদ্বোধন হবে- তাই স্মরণীয়-বরণীয় করে রাখতে কেরানীগঞ্জে আনন্দ কর্নসার্টের আয়োজন করা হয়েছে

সেতু আজকে ইতিহাস, সেতু একটি বিস্ময় এবং চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপজেলা চেয়ারম্যান

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে