রাজধানীর উত্তরায় লেকের পানিতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম তাওসীফ রাহীম (১৬)। সে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তাওসীফ রাহীম উত্তরার ১৪নং সেক্টর ১০নং রোডে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী। বাবা মোশারফ হোসেন রুবেল উত্তরা ১৪নং সেক্টর জোহরা মার্কেটে ব্যবসা করেন।
জানা যায়, আজ (বুধবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উত্তরা ৩নং সেক্টর বড় মসজিদ সংলগ্ন লেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ওই ছাত্রের। এসময় নিহত তাওসীফ রাহীমের সাথে মুশফিক ও হিমেল নামের দুই বন্ধু ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন বন্ধু লেকে গোসল করতে নামেন। সাঁতার না জানা তাওসীফ গোসল করার একপর্যায়ে লেকে তলিয়ে গেলে তাকে উদ্ধারের জন্য অন্য দুজনের চিৎকার করতে শুরু করলে আশপাশের মানুষজন এগিয়ে আসে।
পুলিশ সূত্র জানায়, তিন বন্ধু মিলে আড্ডা দেয়ার এক পর্যায়ে ওই ছাত্র পা পিছলে পানিতে পড়ে যায়। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক যায়যায়দিনকে বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তাওসীফের সাথে থাকা দুই বন্ধুর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে ফায়ার সার্ভিসে কল দেয় এবং ডুবুরি এসে তাওসীফ রাহীমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই দুই বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd