রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সোনারগাঁওয়ে ১৬টি এতিমখানায় ৭২ লক্ষ টাকার অনুদান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২২, ২০:১৯
সোনারগাঁওয়ে ১৬টি এতিমখানায় ৭২ লক্ষ টাকার অনুদান
সোনারগাঁওয়ে ১৬টি এতিমখানায় ৭২ লক্ষ টাকার অনুদান

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোমবার ৫ই জুলাই দুপুরে উপজেলার ১৬টি এতিম খানার এতিমদের উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৭২ (বায়াত্তুর) লক্ষ টাকার চেক বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার। উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার সাকিবা সুলতানা।

সাকিবা সুলতানা বলেন, এতিমখানা গুলো ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা (সমাজকল্যাণ মন্ত্রণালয়ের) নিবন্ধনকৃত ১৬টি এতিমখানাকে ৬মাসের বরাদ্ধ হিসেবে ৩৬ লক্ষ ২৪ হাজার টাকা করে দুই বারে ৭২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত সন্তানদের জীবন যাত্রার মান উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের অংশ হিসেবেই এই অনুদান প্রদান করা হয়েছে। ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির নেতা ও নোয়াগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু প্রমূখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে