রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়- ডিআইজি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২২, ২২:২৫
নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়- ডিআইজি
নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়- ডিআইজি

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম বলেছেন, যে দেশের অর্ধেক নারী সে দেশে নারীদের পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই নারী শিক্ষার উন্নয়নে সবাই কে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা অসাম্প্রদায়িক, মানবিক, সবাইকে গ্রহণ এবং বৈচিত্র্যকে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে বড় হয়। সমাজে নারীর সমান অবস্থান নিশ্চিত করতে সবাই এক হতে হবে। তিনি আরও বলেন, নারীর অধিকার রক্ষায় সমাজের সব মানুষকে উদ্বুদ্ধ করতে পারলে আমরা বৈষম্য দূর করতে পারবো। সমাজ যখন সামাজিক কুসংস্কার প্রতিবন্ধকতায় আবদ্ধ ছিল, তৎকালীন নারী সমাজের শিক্ষার আলো নিয়ে এসেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। তিনি বলেন বাংলাদেশের রাজনীতি সহ সব সেক্টর আজ নারীদের জয় জয়কার। যা সত্যিই আমাদের জন্য আনন্দের।

বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার সহ সমাজের বিভিন্ন উচ্চ মহলে নারীরা আসীন। নারীদের জয়ের ধারা অব্যাহত রাখতে সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সবাই কে এগিয়ে আসতে হবে। শনিবার দুপুরে দিরাই পৌর শহরের বাংলাদেশ ফিমেইল একাডেমির কনফারেন্স হলে নারী জাগরণে সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর পরিচালনা ও অধ্যক্ষ নাজমা বেগমের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, একাডেমির ফাউন্ডার মেম্বার সাংবাদিক শফিকুল ইসলাম, ডাক্তার সৈয়দ মাসুক আহমদ, হাফিজা চৌধুরী, একাডেমির কো-অর্ডিনেটর এনাম চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সর্দার, ব্যবসায়ী তানভীর চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে