রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

রামগতির বিদ্যুৎ উপকেন্দ্রে জোয়ারের পানি, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২২, ১৯:৪৬
রামগতির বিদ্যুৎ উপকেন্দ্রে জোয়ারের পানি, বন্ধ বিদ্যুৎ সরবরাহ
রামগতির বিদ্যুৎ উপকেন্দ্রে জোয়ারের পানি, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পল্লী বিদুতের উপকেন্দ্রে পানি উঠে গেছে। এতে বিকেল থেকে ওই উপজেলাব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (১৪ আগস্ট) বিকেল ৪ টার পর থেকে মেঘনা নদীর সৃষ্ট জোয়ারের পানি উপকূলীয় এলাকায় ঢুকতে শুরু করে। এতে বিস্তৃর্ণ এলাকায় পানি ঢুকে যায়। জোয়ারের পানি ঢুকে পড়ে উপজেলার আলেকজান্ডার এলাকায় থাকা পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কেভিএ উপকেন্দ্রে। কেন্দ্রটির কয়েক কিলোমিটার পশ্চিমে মেঘনা নদীর অবস্থান।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, বিকেল সাড়ে চার টার দিকে জোয়ারের পানি তাদের উপকেন্দ্রে ঢুকে পড়ে। তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, এতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে জোয়ারের পানি নেমে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এ কেন্দ্রের আওতায় প্রায় ৬০ হাজার গ্রাহক রয়েছে বলে জানান তিনি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে