রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২২, ১৯:৫১
ঈশ্বরদীতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের যাত্রীদের বসার বেন্সের উপর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে টিকিট কাউন্টারের পাশে দোকান মালিকরা প্রতিদিনের মতোই দোকান খুলতে এসে এক বৃদ্ধের মরদেহ দেখতে পায় এর পর পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিহির রঞ্জন দেব জানান, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে