বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির লাশ কবর থেকে উত্তোলন

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
  ১৪ আগস্ট ২০২২, ২১:২৬
আশুগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির লাশ কবর থেকে উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৃত্যুর ২৩দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ সিকদার সজলের-(৪৬) লাশ

মাসুদ সিকদারের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় আদালতের নির্দেশে রোববার দুপুরে উপজেলার উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার লাশ উঠিয়ে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়

আল মাসুদ সিকদার সজল উপজেলার সোনারামপুর গ্রামের মৃত মোস্তফা আলী সিকদারের ছেলে তিনি আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন

রোববার দুপুরে আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমীনের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়

ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, সম্পত্তি নিয়ে সজল সিকদারের পরিবারের সাথে ভগ্নিপতি মার্শাল সিকদারের পরিবারের বিরোধ চলছিল মাস দেড়েক আগে নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয় এতে সজল সিকদার আহত হন ঘটনায় সজল সিকদারের ভাই খোকন সিকদার বাদী হয়ে ভগ্নিপতি মার্সাল সিকদার তার ভাই বাবুল সিকদার সহ আরও কয়েকজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন গত ২২ জুলাই সজল সিকদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান

আদালতের নির্দেশে গত আগস্ট মামলা থানায় নথিভুক্ত করা হয় ওই মামলায় সজল সিকদারকে হত্যার অভিযোগে তুলে ৩০২ ধারা যুক্ত করতে আদালতে আবেদন করেন বাদি খোকন সিকদার পরে আদালতের নির্দেশে সজল সিকদারের মরদেহ একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তুলে ময়নাতদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে