বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডামুড্যায় দেশপ্রেমের শপথ নেন ছয়শতাধিক শিক্ষার্থী

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২২, ২০:০৯

শরীয়তপুরের ডামুড্যায় স্বনামধন্য দারুল আমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম এর আমন্ত্রণে বুধবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ দারুল আমান ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে কোমল প্রাণ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দারুল আমান উচ্চ বিদ্যালয়ে পদার্পন করেন।

এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকবৃন্দ ও প্রায় ছয়শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পুলিশ-শিক্ষার্থী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়ে।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক ইনু বেপারি, দারুল আমান বিট পুলিশ অফিসার এসআই সিরাজুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, এসআই ফোয়াদ আহমেদ, এএসআই মুকুল মোল্লা।

অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ দেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত হওয়ার নিমিত্তে ওসির কন্ঠে কন্ঠ মিলানোর জন্য শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেন। এর আগে অফিসার ইনচার্জ শরীফ আহমেদ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫আগস্টে সকল শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী " পুলিশ- শিক্ষার্থী সম্প্রীতি সমাবেশ "এ ওসির কন্ঠে কন্ঠ মিলিয়ে উচ্চারণ করেন-

আমি গর্বিত, আমি যুদ্ধজয়ী স্বাধীন দেশের নাগরিক।

আমার দেশ বাংলাদেশ।

আমি বাংলাদেশ কে ভালবাসি।

আমি আমার বাংলাদেশ কে ভালবাসব।

আমি বাংলাদেশের সুনাম বজায় রাখব।

আমার দেশ, আমার অহংকার।

সারা বিশ্বের শ্রেষ্ঠদেশ, আমার সোনার বাংলাদেশ।

সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ওসির কন্ঠ কন্ঠ মিলিয়ে আরও বলেন-

আমরা মাদককে না বলি।

আমরা ইভটিজিং কে না বলি।

আমরা বাল্যবিবাহকে না বলি।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ আশাবাদ ব্যক্ত করেন আজকের এই শিক্ষার্থীরাই দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আগামী দিনে দেশও জাতির জন্য কাজ করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রুপান্তর করবে। পুলিশ সুপার শরীয়তপুর এস.এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর দিক নির্দেশনায় বিট পুলিশের মাধ্যমে এই কর্মসূচী পালন করেন। হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে দৃঢ কন্ঠে শিক্ষার্থীরা হৃদয়ের উচ্ছ্বসিত আবেগ দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার মন্ত্র উচ্চারণ করেন। 'পুলিশ -শিক্ষার্থী সম্প্রীতি সমাবেশ' এর আয়োজন করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ডামুড্যা থানা বিট পুলিশকে ব্যাপক প্রশংশায় ভাসালেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে