দেশের একমাত্র প্রবাল দ্বীপ টেকনাফের সেন্টমার্টিনে গণি নামে এক মাঝির জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের দুটি পোপা মাছ। মঙ্গলবার (০৮ অক্টোবর) ভোরে মাছ দুটি ধরা পড়ে। পরে দুপুর সাড়ে ১১ টার দিকে ট্রলারে করে মাছ দুটি টেকনাফে আনা হয়। মাছ দুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ২০ লাখ টাকা।
স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছের আকাশচুম্বী দাম।
ট্রলারের মালিক গণি মাঝি বলেন, মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে যাই। আজ ভোরে জালে দুটি বড় কালা পোপা মাছ ধরা পড়ে। মাছ দুটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছ দুটির প্রাথমিক দাম ২০ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন? একটি মাছের ওজন ৩০ অপরটি ২৪ কেজি।
সেন্ট মার্টিনের বাসিন্দা কেফায়েত উল্লাহ বলেন, দুটি পোপা মাছ ধরার খবর পেয়ে দেখতে এসেছি।আসলে এ রকম মাছ দেখতে খুব ভালো লাগে। গণি মাঝি আগেও এ রকম বেশ কয়েকবার বড় মাছ পেয়েছিল। তার মাছ শিকারের ভাগ্য ভালো।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রায় ৫৫ কেজি ওজনের দু’টি পোপা মাছ ধরা পড়ার খবরটি শুনেছি। এ মাছ গভীর সাগরে পাওয়া যায়। সাধারণত এত বড় পোয়া সবসময় ধরা পড়ে না। এ মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা এবং দাম রয়েছে।
যাযাদি/সৌলভ