"দুঘর্টনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অফিস চত্বরে স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জাতীয় পতাকা উত্তোলন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শফিকুল ইসলাম, লিডার- জিয়াউর রহমান ও মুক্তি মাহমুদসহ ফায়ার সার্ভিস স্টেশনের সকল ফায়ার ফাইটারগণ ও গনমাধ্যম কর্মীরা।
যাযাদি/সৌলভ