বরিশাল নগরীতে ২০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার সদস্যরা মোঃ শহিদুল ইসলাম (৫০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করে।
রোববার (২৭ নভেম্বর) ভোর রাতে তাকে এয়ারপোর্ট থানা এলাকার গড়িয়ারপাড় বানারীপাড়া সড়ক থেকে আটক করা হয়।
আটক শহিদুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার নূর নগর কলোনী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ।
যাযাদি/মনিরুল