ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ওসমান হায়দার আসামি মোঃ হানিফ প্রকাশ পলাশ (৩০ ) এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন।
রবিবার ( ২৭ নভেম্বর) দুপুরে ফেনীর আদালতে এরায় ঘোষণা করেন।
সরকারি পিপি এডভোকেট হাফেজ আহমেদ জানান, ২০২০ সালের ২৪ জুলাই তারিখে আসামি মোঃ হানিফ প্রকাশ পলাশ বাদি আব্দুল কুদ্দুসের মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। ২০২০ সালের ২৫ জুলাই তারিখে সোনাগাজী মডেল থানায় বাদি হয়ে হানিফকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কারি কর্মকর্তা নুরুল করিম ঘটনার সত্যতার নিরিখে ফেনীর আদালতে চার্জ সীট দাখিল করেন। আদালত ১৫ জন স্বাক্ষীর মধ্যে ৭জন স্বাক্ষ্য প্রদান করেন।
পরে রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ওসমান হায়দার আসামি হানিফ কে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
আসামি হানিফের বাড়ি সোনাগাজী থানার বগা দানা ইউনিয়নের কাজিরহাট এলাকার বড় মাঝিবাড়ি।তার পিতার নাম আব্দুল জলিল।
যাযাদি/মনিরুল