রাঙ্গামাটি রাজস্থলী বেসরকারি এনজিও সংস্থা কারিতাসের উদ্যােগে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্টিত হয়।
বুধবার (৭ ডিসেম্বর) রাজস্থলী উপজেলায় এনজিও সংস্থা কারিতাস চট্রগ্রাম অঞ্চলের উদ্যোগে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমার কার্যলয়ে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভার আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ তারেখ মাহমুদ,২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, আইয়ুব চৌধুরী সহ ফোরামের সকল সদস্যবৃন্দ।
যাযাদি/সাইফুল