কুমিল্লার বরুড়ায় ব্র্যাক কর্তৃক শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৭ ডিসেম্বর ) বরুড়া উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কুমিল্লা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে ব্র্যাক শিক্ষা কর্মসূচি সহায়ক সংস্থার বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রত্না আক্তার, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (ব্র্যাক) মোঃ মঞ্জুরুল আলম, মোঃ মাসুদ রানা।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আউট অব স্কুল চিল্ড্রেন কর্মসূচির ১২ দিন ব্যাপী ৩৫ জন শিক্ষক ও ২ জন সুপার ভাইজারের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
যাযাদি/মনিরুল