মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে কম্বল বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৯
আপডেট  : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৮
কেরানীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে কম্বল বিতরণ
কেরানীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে কম্বল বিতরণ

ঢাকার কেরানীগঞ্জে আশ্রয়ন প্রকল্পে গরিব অসহায় শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তার চর আশ্রয়ন প্রকল্পে এ কম্বল বিতরণ করা হয়। এতে কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।

1

এসময় দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, ভূমি কর্মকর্তা রঞ্জিত চন্দ্র নাথ সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, বর্তমান সরকার অসহায় জনগোষ্ঠির জন্য বসতবাড়ি নির্মাণ করে দিচ্ছে। বিশেষ করে যারা যারা আশ্রায়ণ প্রকল্পে আছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সরকার অন্যান্য অসহায় শ্রেণি-পেশার লোকদের গৃহ নির্মাণে যথাযথা ভূমিকা রাখবে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নতুন বাক্তার চর নির্মাধীন আশ্রায়ণ প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে