কক্সবাজারের কুতুবদিয়ায় দুই ভাইয়ের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকির পাড়া গ্রামের কবির আহমদের বাড়িতে আগুন লাগে। মুহুর্তেই একই লাইনে থাকা তার ভাই নুরুল কাদের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে কবির আহমদের বাড়ি প্রায় পুরোটাই পুড়ে যায়। নুরুল কাদের আংশিক আসবাবপত্রসহ দুইজনের অন্তত ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
ইউপি সদস্য মীর কাসেম বলেন, অগ্নিকাণ্ডের সময় কবির আহমদের বাড়িতে কেউ ছিলনা। কবির আহমদের রান্না ঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে তাঁর ভাই নুরুল কাদের বাড়িতেও আগুন লাগে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউল আলম জানান,গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন তাঁরা।
অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে পরিদর্শন করেন,সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, কৈয়ারবিল ইউপি সদস্য মীর কাশেম প্রমূখ। এসময় জরুরী সহায়তা হিসেব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাথািমক ভাবে কম্বল,শুকনো খাবার,চাটাই, হাড়িপাতিল প্রদান করেন।
যাযাদি/ এস