মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে ৪ লাখ মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৮
চাঁদপুরে ৪ লাখ মিটার কারেন্টজাল জব্দ
ছবি: সংগৃহীত

মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলাম।

1

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর এক্সটেনশন অফিসার মো. মাজহারুল ইসলাম সম্রাট ও নৌ-পুলিশের সদস্যরা।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লাখ মিটার কারেন্টজাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে জব্দ করা জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে