বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ৪ লাখ মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৮
ছবি: সংগৃহীত

মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর এক্সটেনশন অফিসার মো. মাজহারুল ইসলাম সম্রাট ও নৌ-পুলিশের সদস্যরা।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লাখ মিটার কারেন্টজাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে জব্দ করা জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে