মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শিক্ষকদের লাঞ্চিত করার ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ

ইসলামপুর প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৩, ১৮:৩৮
শিক্ষকদের লাঞ্চিত করার ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ
শিক্ষকদের লাঞ্চিত করার ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ

জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের তালা লাগানো ও শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের শিক্ষক।

গতকাল সোমবার বিকালে উপজেলার পরিষদের প্রধান গেইটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও ইসলামপুর প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলার সর্বস্তরের শিক্ষক ও কর্মচারীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক আখন্দ,ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম,গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, জয়তুনের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ আরও অনেকেই। শিক্ষক সমাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফ আলীর নিকট স্মারক লিপি দেন।

বক্তারা বলেন, শিক্ষকদের উপর হামলাকারী এবং শিক্ষা প্রতিষ্ঠান তালা লাগানো সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন ও পুত্র রিয়াদ হোসেনসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

পরে ইসলামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

তিনি অভিযোগ করেন , পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভোলা মন্ডলের পালিত পুত্র ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রতারণার মাধ্যমে স্কুলের জমি আত্মসাৎসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা কোন কথা বললে তাদেরকে নির্যাতন করা হয়।

এরই ভিত্তিতে গত ১ মার্চ জয়নাল আবেদীন ও তার লোকজন স্কুলে এসে সরকারি কাজে বাধা দিয়ে দপ্তরির নিকট ঘন্টা কেড়ে নিয়ে স্কুল ছুটি দেয়। শিক্ষক-কর্মচারীরা বাধাঁ দিলে সন্ত্রাসীরা শিক্ষক-কর্মচারীদের মারধরে করে স্কুলে তালা লাগিয়ে দেয়। পরে প্রশাসনের লোকজন এসে স্কুলের তালা খুলে দেয়। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার মায়ের নামে স্কুল আমি দাতা। অথচ প্রধান শিক্ষক আমাকে বাদ দিয়ে এডহক কমিটি করে যা ইচ্ছা তাই করছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট। '

সংবাদ সম্মেলনে জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে