সোমবার, ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
walton

এনায়েতপুরে অগ্নিকাণ্ডে মালামালসহ দোকান পুড়ে ভস্মীভূত!

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১০:৫৭

সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটে মনোহারী দোকান পুরে ভস্মীভূত হয়েছে। শনিবার (১৮ মার্চ) আনুমানিক রাত্রি ৮ ঘটিকার সময় হাটের ব্যবসায়ী নিজামের পাইকারি মোনহারী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসোর কর্মীরা ঘন্টা ব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে নগদ টাকা, মালামালসহ দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দোকানের মালিক নিজাম উদ্দিনের ছোট ভাই নাছির উদ্দিন জানান, আমার বড় ভাইয়ের দোকানে আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন নিয়ন্ত্রণকারী বেলকুচি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার গোলাজার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। কিভাবে আগুন লেগেছে এটি তদন্তের মাধ্যমে পরে জানা যাবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে