মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফকিরহাট কাজি আজহার আলী কলেজে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১২:০৮
ফকিরহাট কাজি আজহার আলী কলেজে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন
ফকিরহাট কাজি আজহার আলী কলেজে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন

বাগেরহাটের ফকিরহাট ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০ বছর পূতি সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের শুরু হয়। পরে পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেষ্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

1

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদ

স্য শেখ হেলাল উদ্দীন। তিনি বলেন জনগন যাতে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। প্রতিটি কাজ দৃশ্যমান। পদ্মা সেতু ও মেট্রোরেল সহ দেশে অনেক উন্নতি হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক ও অত্র কলেজের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চেীধুরী, বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সর্বণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওয়াদার মুজিবুর রহমান প্রমূখ।

এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, প্রাক্তণ শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরপূর্বে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ফকিরহাট নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন শুভ উদ্বোধন করেন। এছাড়া কাজি আজহার আলি কলেজের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও কলেজ চত্ত¡রে গাছের চারা রোপন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে